বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মাধবপুর থেকে ইয়াবা জব্দ, আটক ৫

মাধবপুর থেকে ইয়াবা জব্দ, আটক ৫

হবিগঞ্জ, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুন্সী টাওয়ার এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সেই সাথে তাদের বহনকারি একটি জিপ আটক করা হয়।

আজ রবিবার ভোরে তাদেরকে আটক করা হয়। পুলিশ সুপার বিধান ত্রিপুরা আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- সিলেটের গোয়াইপাড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহি (২১), ছেলে ইমন (২৩), তার স্ত্রী শামীমা আক্তার। তাদের সাথে রয়েছে একটি শিশু (৫)।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মাধবপুর সার্কেলের পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ওই এলাকায় একটি জিপটিকে থামানোর নিদের্শ দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের ভিতর থেকে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। গাড়িতে থাকা ৫ জনকে আটক করা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক বলে আটক করা হয় বলে জানিয়েছেন পলিশ সুপার।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বলেছে সিলেট থেকে একটি গাড়ি ভাড়া করে ফটিকছড়িতে গিয়েছিলেন। সেখানে কিছুদিন অবস্থানের পর তারা এই গাড়িতেই ফিরছিলেন। এ বিষয়ে তারা কিছু জানেন না বলে জানিয়েছে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত