বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশী আহত

লালমনিরহাটে ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশী আহত

লালমনিরহাটে ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশী আহত

লালমনিরহাট, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নাগরিকের হামলায় তৈয়জ উদ্দিন (৪০) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার বিকেলে উপজেলার উত্তর সিঙ্গিমারী এলাকায় ৮৯৪নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। আহত তৈয়জ উদ্দিন ওই এলাকার কাল্টু শেখের পুত্র ও হামলাকারী আবু বক্কর ভারতীয় কুচবিহার জেলার শিতলকুচি থানার কামার পাড়া এলাকার নজমুদ্দিনের পূত্র বলে জানা গেছে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার বিকেলে সিঙ্গিমারী পকেট এলাকায় তৈয়জ উদ্দিন ও আবু বক্করের মধ্যে জমির সীমানা নিয়ে বাক বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ভারতীয় নাগরিক আবু বক্কর তার হাতে থাকা কোদাল দিয়ে হত্যার উদ্দেশ্যে তৈয়জ উদ্দিনের মাথায় চোট মেরে পালিয়ে যায়। এর ফলে তৈয়জ উদ্দিন ঘটনাস্থলে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী জানান, আঘাতের কারনে মাথায় গভীর ক্ষত ও রক্ত ক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজিবির ৬১ ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইব্রাহীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া ভাষায় প্রতিবাদ পত্রের মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত