
রানীশংকৈল (ঠাকুরগাঁও), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আজ রবিবার পৌর মেয়র আলমগীর সরকারের নেতৃত্বে সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রানীশংকৈল পৌর বাসির পক্ষে খুরশিদ আলম শাওন সাংবাদিকের বিচার দাবি করে ৪৮ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবর দাখিল করে। প্রতিবাদ সভায় মেয়র আলমগীর সরকার বলেন, জাইকার নবিদেপ প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়না। নিয়ম মাফিক কাজ না হলে সংশ্লিষ্ঠ্য ঠিকাদার কে বিল দেওয়া হয় না।
এছাড়াও ৬ কিলোমিটার কাজের যে মিথ্যা সংবাদ করা হয়েছে তা ঢাকার প্রকৌশলীরা এসে খুজে পায়নি। নিয়ম অনূয়ায়ী ইটের গুনগত মান সঠিক রয়েছে। তিনি আরও বলেন, মিথ্যা সংবাদের বিচার না হলে রানীশংকৈলে একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে। কারণ সাংবাদিকের কার্ড ২শ’ থেকে ৩শ’ টাকায় পাওয়া যায়। আমার লোকজনকে সাংবাদিক বানিয়ে আপনাদের মাঝে ছেড়ে দিবো, তখন আপনারা নিজেই সমস্যায় পড়বেন।
আরও বক্তব্য রাখেন- যুবলীগ সম্পাদক রমজান আলী, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম মুকুল, নাজমা পারভীন, মুক্তি রানী বসাক, সাবেক কাউন্সিলর রফিউল ইসলাম, যুবলীগ নেতা শসিম উদ্দীন, মেনন,সম্রাট, আলী, শ্রমিক নেতা আব্দুল মান্নান।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত বদলী ঠিকাদার ও নিম্নমানের ইট দিয়ে চলছে জাইকার কাজ শিরোনামে সংবাদ প্রকাশের পর মেয়র আলমগীর সরকার মোবাইলে সাংবাদিক খুরশিদ আলম শাওনকে হুমকি প্রদান করে। এ ব্যপারে শাওন রানীশংকৈল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করে।
এবিএন/মোবারক আলী/জসিম/এমসি