
ঢাকা, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রশ্নপত্র আসল হোক না নকল- এ নিয়ে ফেসবুকে কোনো পোস্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ধরিয়ে দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা দেয়া হবে। এমন প্রস্তাব করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
চলমান এসএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির জরুরি সভার শুরুতে তিনি এ প্রস্তাব করেন।