![পাইকগাছায় এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/tran_abnews_124287.jpg)
পাইকগাছা (খুলনা), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পক্ষ থেকে এলাকার ১ হাজার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেলে পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মোঃ মনিরুল ইসলাম।
এ সময় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ.লীগ নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, সরদার গোলাম মোস্তফা, হায়দার আলী মোল্লা, নির্মল মজুমদার, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান। আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা জামাল হোসেন, শেখ সাকিয়ার রহমান, শেখ আব্দুল লতিফ, ভূধর চন্দ্র বিশ্বাস, নির্মল মন্ডল, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, উত্তম দাশ, আব্দুল হাই আজাদ, জাহিদুল আলম মুরাদ ও পলাশ রায়।
উল্লেখ্য, এর আগে শীতের শুরুতেই এমপি’র পক্ষ থেকে প্রথম পর্যায়ে প্রায় ৬ শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি