![কালিয়াকৈরে ছেলের বউকে ধর্ষনের অভিযোগে শশুর গ্রেপ্তার,থানায় মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/grefter@abnews_124320.jpg)
গাজীপুর, ০৪ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে ছেলের বউকে ধর্ষনের অভিযোগে শাজাহান মিয়া (৪৫) নামে শশুরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সন্ধায় উপজেলার মাঝুখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ। এঘটনায় রবিবার সন্ধ্যায় ধর্ষিত ওই নারী বাদী হয়ে শশুরকে আসামী করে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত ধর্ষক শশুর শাজাহান মিয়া কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
ধর্ষিত ওই নারী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার শাজাহান মিয়া স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে মাঝুখান এলাকার নিজ বাড়ীতে বসবাস করে। সাগর স্থানীয় একটি কারখানায় চাকুরি নেয় এবং স্ত্রী বাড়ীতেই থাকতো। গত শনিবার সকালে সাগর তার কর্মস্থলে চলে যায়। সাগরের মা তার বাবার বাড়ী বেড়াতে যায়। বাড়ীতে অন্য কোনো মানুষের উপস্থিতি না থাকার সুযোগে বেলা ১১টার দিকে সাগরের বাবা শাজাহান ছেলের বউকে ঘরের ভেতর নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। রাতে সাগর কর্মস্থল থেকে বাড়ীতে ফেরার পর স্ত্রী তাকে বিষয়টি জানায়।
এঘটনায় রবিবার সন্ধ্যায় ধর্ষিত ওই নারী বাদী হয়ে শশুর শাজাহানকে আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ উপজেলার মাঝুখান এলাকা থেকে অভিযুক্ত শশুর শাজাহানকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিাকৈর থানার ওসি (তদন্ত) মাসুদ আলম বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিএন/অালমগীর হোসেন/জসিম/রাজ্জাক