![এবারের বইমেলায় ক্রিকেটার সাকিবের ‘হালুম’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/sakib.abnews24_124332.jpg)
ঢাকা, ০৫ জানুয়ারি, এবিনিউজ : ক্রিকেটের পাশাপাশি অনেক কিছুই করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নিজের ব্যবসা রয়েছে। তবে এবার সাকিব আল হাসানকে দেখা যাবে লেখক রূপে। এবারের অমর একুশে বই মেলায় তিনি প্রকাশ করছেন তার নিজের লেখা প্রথম বই ‘হালুম’।
আজ সোমবার শিশুদের জন্য লেখা এই বইটির মোড়ক উন্মোচন করবেন সাকিব আল হাসান নিজে। এজন্য রবিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটা স্ট্যাটাস ও ভিডিওও পোস্ট করেন তিনি।
সোমবার দুপুর তিনটা দিকে বইমেলার প্যাভিলয়ন নাম্বার ছয়ের পার্ল পাবলিকেশন্সে বইটির মোড়ক উন্মোচন ক্রবেন সাকিব। এরপর বিকেল পাঁচটা পর্যন্ত তার থাকার কথা রয়েছে সেখানে। এই সময়ের মধ্যে আগত বই ক্রেতাদের বইয়ে স্বাক্ষরও দিবেন তিনি।
এবিএন/শংকর রায়/জসিম