সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩১
logo

সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় নিহত ৩

সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় নিহত ৩

নীলফামারী, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারীর সৈয়দপুরে মাল বোঝাই ট্রাক্টরেরচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধায় সৈয়দপুর-ঢাকা মহাসড়কের ধলাগাছ মতিরমোড় নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলো, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চত্তড়া বাজার এলাকার কালু মাহমুদের ছেলে আসাদুল ইসলাম(৪০),একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম(৩২) ও বোতলগাড়ী ইউনিয়নের খোদ বোতলগাড়ী গ্রামের ছমির মাহমুদের ছেলে জিকরুল হোসেন(৫০)।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতদের মৃতদেহ উদ্ধার করে তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ৩ আরোহী টার্মিনাল থেকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা মোড়ের দিকে যাচ্ছিলেন।এ সময় সৈয়দুর-ঢাকা মহাসড়কের ধলাগাছ নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রাক্টর মোটরসাইকেলকে চাপাদিলে আরোহী তিনজনের মধ্যে ঘটনাস্থলেই আসাদুল ও সালাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন জিকরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত