শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঘনকুয়াশা আর চার লেন প্রকল্পের চলমান কাজ মাটি খুঁড়ে করায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে চালক এবং যাত্রীরা।

এলেঙ্গা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর একরাম হোসেন জানান, আজ সোমবার সকাল থেকে ঘনকুয়াশা আর চার লেন প্রকল্পের চলমান কাজ মাটি খুরে করায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে চালক এবং যাত্রীরা।

সকাল থেকে গাড়ীর চাপ কম থাকলেও বেলা বারার সাথে সাথে গাড়ীর চাপ বেড়ে যায়। অন্যদিকে মহাসড়কের এলেঙ্গায় রাস্তায় মাটি খুরে কাজ করায় স্বাভাবিক গতিতে গাড়ী চলাচল করতে পারছে না।

দুপুরের মধ্যে যানজট শেষ হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। যানজট নিরসনের জন্য তারা কাজ করছেন বলে জানিয়েছেন।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত