![ঈদগাঁওতে টমটম চালককে জবাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/eidgah_124361.jpg)
ঈদগাঁও (কক্সবাজার) , ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজার সদরের ঈদগাঁওতে মোর্শেদ আলম নামের টমটম চালককে জবাই করে খুনের চেষ্টা করেছে চিহ্নিত ঘাতক দল। সে ঈদগাঁও ইউনিয়নের মন্ডল পাড়ার ছৈয়দ আলমের ছেলে গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে ঈদগাঁওস্থ চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়ার পশ্চিমে বিসিক সংলগ্ন সিকদার পাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
জানা যায়, টমটম চালক মোর্শেদকে আবছার নামের এক চিহ্নিত ব্যক্তি ডেকে নিয়ে অন্ধকারের মধ্যে তার দলবলসহ ঠান্ডা মাথায় জবাই করে মৃত্যু হয়েছে মনে করে ফেলে চলে যায়। ভিকটিমের জবাইকৃত গলার শব্দে পথচারীরা দেখে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। টমটম ছিনতাই নাকি , পূর্ব শত্রুতার জেরে এ খুন চেষ্টা , তার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল এলাকার মেম্বার মোহাম্মদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত মোর্শেদকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান,ঈদগাঁও পুুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া। রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
এদিকে এলাকাবাসীর অভিযোগ , সম্প্রতি ঈদগাঁও পুলিশ আইন শৃংখলা রক্ষার পরিবর্তে বিচার,শালিশ,বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন ,দালাল ও অপরাধীদের সাথে দাওয়াত খাওয়া, অপারাধী, হুন্ডি এবং ইয়াবা পাচারকারীদের সাথে ঘুরাফেরায় মত্ত। তাই এলাকায় একের পর এক ডাকাতি, খুন ও অপহরণের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দুই বছর ধরে একই স্থানে কর্মরত এক এসআই ও কনষ্টেবল থেকে ঈদগাওতে কর্মরত অবস্থায় এএসআই পদে পদোন্নতি নিয়ে একই স্থানে কর্মরত থাকা এক এএসআইয়ের কারণে আইন শৃংখলার চরম অবনতি ঘটছে। তাই তারা তদন্ত পূর্বক ব্যবস্থার দাবি জানিয়েছে। এ দুজনের দেখাদেখি অন্যান্য কর্মকর্তারাও এ অপকর্মে জড়িয়ে পড়ছে বলে তাদের দাবি।
এবিএন/আনোয়ার হোছাইন/জসিম/নির্ঝর