![তেঁতুলিয়ায় গলায় ফাঁস দেওয়া একজনের মৃতদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/jhulonto-lash_124365.jpg)
পঞ্চগড়, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বকুল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জনাব আলী (৩০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার রাত আনুমানীক ৩টার সময় উপজেলার আমজুয়ানীতে নিজ বাড়ির সামনের বকুল গাছ থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জনাব আলী ওই গ্রামের বীরমুক্তিযোদ্ধা সফিউল ইসলামের ছেলে। সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভজনপুরে কাজ ছেড়ে রাতে বাড়ি যায় জনাব আলী। বাড়ি যাওয়ার পর এই ঘটনাটি ঘটে। তবে আত্বহত্যা না হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গলায় ফাঁস দেওয়া অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/নির্ঝর