শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দাউদকান্দিতে দুধর্ষ চুরি: ৩৫লাখ টাকার মালামাল লুট

দাউদকান্দিতে দুধর্ষ চুরি: ৩৫লাখ টাকার মালামাল লুট

দাউদকান্দিতে দুধর্ষ চুরি: ৩৫লাখ টাকার মালামাল লুট

দাউদকান্দি(কুমিল্লা) , ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর বাজারের আবিদা হাকিম টাওয়ারে গতকাল রোববার গভীর রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই ভবনের ২য় তলায় রবি ডিস্টিবিউটর ও আব্দুল লতিফ এন্ড সন্স কোম্পানীর অফিসে গেইটের তালাভেঙ্গে লকারে থাকা নগদ ১০ লাখ টাকাসহ মোট ৩৫ লাখ টাকার মোবাইল কার্ড ও সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে যায়। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের পরিচালক পিটার চৌধুরী বলেন, সকালে আমার স্টাফ অফিস খুলে দেখতে পায় অফিসের আসবাবপত্র এলোমেলো এবং লকারের তালাভাঙ্গা দেখে আমাকে ফোন করে। আমি এসে দেখী লাকাওে থাকা ১০ লাখ টাকা নাই এবং প্রায় ২৫ লাখ টাকার মোবাইল কার্ডও নেই। পরে দেখতে পাই পেছনের কলাপসিপল গেইটের তালাকেটে এ চুরির ঘটনা ঘটিয়েছে।তিনি বলেন, আমাদের অফিসটি সিসি ক্যামেরার আওতায় ছিলো। ওরা সিসি ক্যামেরার হার্ডডিক্সটিও খুলে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেণ।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত