![লালমনিরহাটে ট্রেন-ট্রাক সংর্ঘষ: আহত ৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/road-acc@abnews_124384.jpg)
লালমনিরহাট, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে ট্রেনের সাথে পাথর বোঝাই একটি ট্রাকের সংর্ঘষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলের হাট রেল ক্রাসিং গেটে এ ঘটনা ঘটে । এতে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয়রা জানান, পাথর বোঝাই ওভার লোড একটি ট্রাক রেল ক্রসিং পার হওয়ার সময় পিছন থেকে বগুড়াগামী একটি ট্রেন ধাক্কা মারে ট্রাকটি বিকট শব্দে ডালা ভেঙে ছিটকে পড়ে যায়। ট্রাকের মূল অংশ রেল লাইনের উপর ইঞ্জিনের সাথে আটকে থাকে। ট্রেনের চালক তাৎক্ষনিক ট্রেনের নিয়ন্ত্রন নিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন। এতে অন্তত ট্রেনের ইঞ্জিনে বাসা ৮ জন যাত্রী আহত হয়েছে। ওই ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ছে।
লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর