![ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে যোগ দিতে ভারত যাচ্ছেন সিডিসি’র অতুল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/abnews-24_124389.jpg)
কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কসবা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সিডিসি কাব স্কাউট ও সিডিসি মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার (সম্পাদক) মো. অলিউল্লাহ সরকার অতুল, সিএএলটি ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশগ্রহণ করতে আজ ভারত যাচ্ছেন। জানা যায়, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দু’দেশের স্কাউটদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সুদৃঢ় করতে এ ক্যাম্পের আয়োজন। ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্প চলবে।
প্রথমে ৬ থেকে ১০ ফ্রেব্রুয়ারি ভারতের ৪’শ স্কাউট ও বাংলাদেশের ৪’শ স্কাউট বাংলাদেশের গাজীপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে। দ্বিতীয় পর্বে ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি ভারতে কলকাতার গঙ্গানগর স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রণ করবে। ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে কুমিল্লা অঞ্চলের আরো দু’জন ইউনিট লিডার একজন কন্টিনজেন্ট লিডার, ৮ জন স্কাউট ও ৭ জন গার্লস ইন স্কাউট অংশ গ্রহণ করবে।
এবিএন/অলিউল্লাহ সরকার অতুল/জসিম/তোহা