![ডোমারে স্বামীকে উদ্ধারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/abnews-24.bbb_124395.jpg)
নীলফামারী, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : অপহৃত স্বামীকে উদ্ধারের দাবীতে নীলফামারীর ডোমারে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী পরিনীতা রায়। গতকাল রবিবার দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে ভুক্তভোগী দুই পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে পরিনীতা রায় লিখিত বক্তব্যে জানান, সে ডোমার উপজেলা পরিসংখ্যান অফিসের ডাটা এট্রি অপারেটর ও তার স্বামী কৃঞ্চ রায় অধিকারী ডোমার ভূমি অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছে। গত ২৮ জানুয়ারী স্বামী-স্ত্রী এক সাথে বাড়ি হতে বের হয়ে নিজ নিজ অফিসে যাই। ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে আমার স্বামী কৃঞ্চর সাথে আমার সর্বশেষ কথা হয়। মোবাইল ফোনে সে আমাকে একাই বাড়ী যেতে বলে জানায়, সে নীলফামারী যাবে। এর কিছুক্ষন পর তাকে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এভাবে সন্ধা পেরিয়ে রাত হলেও তার মোবাইল বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি। তার সাথে যোগাযোগ করতে না পারায় আমি ও আমার শ্বশুর বাড়ীর পরিবার তার খোজে বিভিন্ন জায়গায় খবর নিলেও তার খোজ পাওয়া যায়নি।পরে রাতে জানতে আমরা জানতে পারি সে নীলফামারী থানায় রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নীলফামারী থানায় ফোন দিলে তার সাথে কথা হয়। সে জানায় সে বড় বিপদে রয়েছে। এই কথা বলে সে ফোন কেটে দেয়।থানায় আছে জানতে পেরে আমার স্বামীর বড়ভাই কর্ণ অধিকারী তাকে আনতে নীলফামারী থানায় যায়। থানা থেকে থেকে আমার স্বামী কৃঞ্চ ও ভাসুর কর্ণ অধিকারী রাত ১০ টার দিকে অটো-রিক্সা যোগে ডোমারে ফেরার পথে ডোমার-নীলফামারী সড়কের কালীতলা নামক স্থান হতে একদল দৃস্কৃতিকারী তাদের পথ রোধ করে অস্ত্রের মূখে আমার স্বামীকে অপহরণ করে নিয়ে যায় এবং আমার ভাসুরকে চিৎকার করলে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।
সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে পরিনীতা রায় বলেন, ঘটনার আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয় নাই। তিনি তার স্বামীর উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃংখলাবাহীনীর সহায়তা কামনা করেছেন।সংবাদ সম্মেলনে কৃষ্ণ অধীকারীর বাবা প্রফুল্ল অধীকারী, মা কৌশলা রানী অধীকারী, ভাই কর্ণ অধীকারী, পরিনীতার বাবা কৃষ্ণপদ রায় ও মা কমলা রানী রায় উপস্থিত ছিলেন। এব্যপারে থানায় ও আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কৃঞ্চ অধিকারীর বড় ভাই কর্ন অধিকারী। নীলফামারী থানার অফিসার্স ইনচার্জ বাবুল আক্তার জানান, অভিযোগ পেলে অপরাধীদের ধরতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা