শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (৩৫) নামের যুবদল নেতার মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে কালিহাতি উপজেলার যমুনার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির হোসেন সখীপুর উপজেলার হতেয়া গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সাব্বির ডাক্তার দেখাতে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে কালিহাতি উপজেলার যমুনার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়।

এ ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত