শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে শুভ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার প্রতিমা বংকী গ্রামে এ ঘটনা ঘটে। শুভ পৌর সভার ৮নং ওয়ার্ডের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার শুভ তার দাদির সঙ্গে ফুফুর বাড়ি উপজেলার প্রতিমা বংকী গ্রামে বেড়াতে যায়। পরদিন গতকাল রবিবার বিকেলে শুভ খেলনা গাড়ি নিয়ে খেলতে গিয়ে ফুফুর বাড়ির পাশে পুকুরে পাঁ পিছলে পড়ে যায়।

পরে সন্ধ্যা ৭টায় ওই পুকুরে শুভর লাশ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। এ ঘটনায় শুভর পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত