বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে সুপারী ব্যবসায়ীর টাকা ছিনতাই

কাউখালীতে সুপারী ব্যবসায়ীর টাকা ছিনতাই

কাউখালী (পিরোজপুর), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীর মো. আলমগীর তালুকদার নামে এক সুপারী ব্যবসায়ীকে পথে আটকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে রাজাপুর উপজেলার নৈকাঠী বাজারের কাছে তিনি এ ছিনতাইয়ের কবলে পড়েন।

জানাগেছে, সোমবার শহরের দক্ষিন বাজারের সুপারী ব্যবসায়ী আলমগীর তালুকদার সাতুরিয়া গ্রামের বাড়ি থেকে মটরসাইকেল যোগে কাউখালী সদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এসময় পথে রাজাপুর উপজেলার নৈকাঠী বাজার সংলগ্ন স্থানে পৌঁছলে ৪জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা ওই ব্যবসায়িকে মারধর করে তার সাথে থাকা ব্যাগে রক্ষিত দুই লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত