![আশুলিয়ায় জেলিযুক্ত চিংড়ি জব্দ করে ধ্বংস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/lobster_abnews_124405.jpg)
সাভার, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সাভারের আশুলিয়ার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা পরে ধ্বংস করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা অারিচা মহাসড়কের পাশে আশুলিয়ার নয়ারহাট মাছের আড়ৎ থেকে ৫০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়।
সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদ জানায়, সকালে আশুলিয়ার নয়ারহাট মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়।
পরে জব্দ হওয়া চিংড়ি সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষের নির্দেশনায় উপজেলা পরিষদে প্রাঙ্গণে ধ্বংস করা হয়।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি