![ইবি’তে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/abnews-24.bbbbbbbb_124409.jpg)
ইবি (কুষ্টিয়া), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সুন্নী ও শিয়াদের নিকট হাদীসে নববী’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্ববাধায়ক প্রফেসর ড. মো. সেকান্দার আলী। সেমিনারে আলোচনা রাখেন প্রফেসর ড. মোঃ ময়নুল হক, প্রফেসর ড. আ.হ.ম নুরুল ইসলাম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক সিলেট ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল ফজল মোহাম্মাদ মোরতাহান বিল্ল্াহ। এ সময় উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম নূরী, প্রফেসর ড. আ.ছ.ম তরীকুল ইসলাম. প্রফেসর ড. মুহা. আব্দুর রহমান আনওয়ারী, প্রফেসর এ.কে.এম শামছুল হক, প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান, প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. ইদ্রিস আলী, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ, প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান প্রমুখ। সেমিনারে সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. আকতার হোসেন।
গবেষক আবুল ফজল মোহাম্মাদ মোরতাহান বিল্ল্াহ ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। গবেষণা কর্মটি সম্পাদিত হলে মুসলিম সমাজ শিয়াদের ভ্রান্ত আদিকা ও চিন্তাধারা সম্পর্কে জানতে পারবে এবং ইসলামের সঠিক আকিদা ও চিন্তাধারা সম্পর্কে জানতে পারবে।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা