![চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_124427.jpg)
চকরিয়া (কক্সবাজার), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মোহাম্মদ উল্লাহ গুরত্বর আহত হয়েছেন। গতকাল রবিবার চিরিংগা-বদরখালী সড়কের মাইজঘোনা এলাকায় সড়কের গর্তে পড়ে মোটরসাইকেল উল্টে এ দুর্ঘটনা হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহ দৈনিক আমার সংবাদ ও স্থানীয় দৈনিক ইনানী পত্রিকার চকরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহ জানান, রবিবার বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ছেলেকে নিয়ে বিদ্যালয়ে যান। ছেলেকে পৌঁছে দিয়ে পরে তিনি বিদ্যালয় থেকে চকরিয়া সদরে ফেরার পথে সামনের একটি গাড়িকে সাইট দিতে গিয়ে সড়কের পাশে নেমে যান। ওইসময় একটি গর্তে মোটর সাইকেলটি উল্টে গেলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা