![লালপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/lalpur-libery-day_124438.jpg)
লালপুর (নাটোর) , ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে লালপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে আজ সোমবার বিকেলে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
লাইব্রেরির সভাপতি গোলাম মোর্শেদ রিপনের সভাপতিত্বে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, মৃত্তিকা কমিউনিটি ডেভোলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মনজুর রহমান মিঠু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি সালাহ্ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফারহানুর রহমান রবিন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, প্রথম আলো বন্ধুসভা লালপুর শাখার সভাপতি এ কে আজাদ সেন্টু, সাধারন সম্পাদক নুর ইসলাম রুবেল, নয়া দিগন্ত লালপুর সংবাদদাতা এহসানুল করিম তুহিন, লালপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, গৌরীপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ, সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল হালিম প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর