
ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে তাঁকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। এ সময় তিনি সরকারকে এ ধরনের অমানবিক ও ন্যক্কারজনক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।
বিএনপি নেতা বলেন, ‘পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান করছে- রাস্তার দুই পাশে সব দোকানপাট বন্ধ, বিএনপির নেতাকর্মীদের কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এমন যেন পুলিশ কারফিউ জারি করেছে।’