![গোপালপুরে শীর্তাতদের মাঝে আ’লীগ নেতা ছোট মনির কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/gopalpur-moni_124443.jpg)
গোপালপুর (টাঙ্গাইল) , ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইল গোপালপুরে দরিদ্র ও অসহায় শীর্তাতদের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তারুণ্যের অহঙ্কার তানভীর হাসান ছোট মনি আজ সোমবার দুুপুরে প্রায় ৩হাজার কম্বল বিতরণ করেন।
গোপালপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়, ট্রাক শ্রমিক কার্যালয়, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মো. বালা মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান, গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী বাবু চিত্তরঞ্জন সাহা, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল ভিপি ও সহ-দফতর সম্পাদক শামীম আল মামুন,, গোপালপুর বাস মিনিবাস শ্রমিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. আশরাফুল কবির আজাদ, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি মো. আবু সাঈদ রুবেল, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মইন উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, সুলতান মাহমুদ, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান জুয়েল, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসাইনসহ স্থানীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তানভীর হাসান ছোট মনি দীর্ঘ দিন ধরে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এবং গণমানুষের সেবায় অব্যাহত কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করা জন্য দেশ গড়ার কাজে তিনি আমরণ কাজ করে যাবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এবিএন/ এ কিউ রাসেল/জসিম/নির্ঝর