শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মেয়ের বাবা জেলে

গোদাগাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মেয়ের বাবা জেলে

গোদাগাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মেয়ের বাবা জেলে

গোদাগাড়ী (রাজশাহী), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহ হওয়ার পরেও মেয়ের বাবাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রবিবার উপজেলার পাহাড়পুর নামাজগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। গোদাগাড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়পুর নামাজগ্রাম গ্রামে শামসুল হকের মেয়ে বাসুদেবপুর ইসলামীয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর পড়ুয়া ছাত্রী শাকিলা খাতুন (১৪) কে একই গ্রামের মন্তাজ আলীর ছেলে তোতা মিয়া (২৮) সাথে গত ২৯ শে জানুয়ারী বিয়ের হয়।

বাল্য বিবাহ পূর্বে হয়েছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ নেওয়াজের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা,উপজেলা সমাজসেবা অফিসার বাইয়েজিদ ওয়ারেছী এবং পুলিশ নিয়ে উক্ত বাড়ীতে উপস্থিত হয়ে মেয়ের বাবাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ বলেন,২০১৭ সালের নতুন আইনে বাল্য বিবাহের ১ বছরের মধ্যে নিশ্চিত খবর জানা গেলে বা অভিযোগ হলে এমন শাস্তির বিধান আছে। তাই অভিযুক্ত মেয়ের বাবাকে আটক করে আইনের আওতায় নেওয়া হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, আটকের পর মেয়ের বাবাকে নিয়ে এসে সোমবার বাল্য বিবাহ প্রতিরোধ ২০১৭/৮ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত