![গলাচিপায় ১০ মণ ইলিশ পোনা আটক!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_124463.jpg)
পটুয়াখালী, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘ইলিশ’ আমাদের জাতীয় রুপালী সম্পাৎ' আর এ সকল দেশের প্রধান অর্থ কারী রুপালী সম্পৎ ধ্বংস করে, এক শ্রেনীর অসাধুপপায়ী মৎস্য ব্যবসায়ীরা, দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, দিন দুপুরে ও রাতের আধারে, নিষিদ্ধ কারেন্ট জাল, বেন্তী ও বেরজাল নদীতে পেতে, লক্ষ লক্ষ ইলিশ পোনা ধ্বংস করে, অর্থ উপার্জন করে, শেষ করছে আগামী প্রজন্মের রুপালী সম্পৎ।
পটুয়াখালী গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যলয়ের সহকারী মৎস্য অফিসার মিলন কুমার তার নিয়মিত মৎস্য অভিযানে, ৫ জানুয়ারি ২০১৮ইং রোজ সোমবার, বিকেল ৫ টায় চিকনিকান্দী ব্রীজ বাজারে, বগা হয়ে ঢাকা চালান কালে স্থানীয় জনসাধারণ আটক করে, গলাচিপা মৎস্য অফিসে খবর দিলে, আটক হয় প্রায় ১০ মন "ইলিশ পোনা"।
সুত্রে জানা যায়, ইলিশ পোনা গুলো দশমিনা উপজেলার রনগোপালদী বাজারের মাছ ব্যবসায়ী লতিফ, মিয়ার। তিনি ইলিশ পোনা গুলো ঢাকার উদ্দেশ্যে চালান করছিলো বলে জানায়, টমটম চালক সুজন। এ ব্যাপারে সহকারী মৎস্য কর্মকর্তা মিলন, প্রতিবেদককে জানান, আসলে এগুলো," ইলিশ পোনা" চাপিলা জাতীয় কোন মাছ আছে বলে, আজ পর্যন্ত মৎস্য গভেষনায় পাওয়া যায়নি।
এবিএন/জিল্লুর রহনান জুয়েল/জসিম/তোহা