
সিরাজগঞ্জ, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের সলংগা থানার ইচিদহ গ্রামে একটি পরিত্যক্ত পুকুর খননের সময় ১৬ টি প্রাচীন ধাতব মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। সলংগা থানার এসআই শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে উল্লিখিত ধাতব মুদ্রা উদ্ধার করে।
উক্ত গ্রামের একটি পরিত্যক্ত পুকুর খননকালে কর্মরত শ্রমিকগণ সকালে ওই ধাতব মুদ্রার সন্ধান পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সলঙ্গা থানা পুলিশকে অবহিত করে। উদ্ধারকৃত প্রাচীন ধাতব মুদ্রাগুলিতে ১৬৬২ সাল লেখা আছে বলে তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা