বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
পুলিশের বিশেষ অভিযান

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মী আটক

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মী আটক

পাইকগাছা (খুলনা), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় শতাধিক ব্যক্তিকে আসামী করে নাশকতার মামলা হয়েছে।

থানা পুলিশ গতকাল রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় তাদেরকে আটক করে। আটককৃতদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের উপর হামলা, সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় ওসি আমিনুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে থানা পুলিশ গতকাল রবিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপি’র ৩ নেতাকর্মীকে আটক করে।

আটককৃতরা হলো- উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সবুর মোড়লের ছেলে জামায়াত নেতা হাবিবুর রহমান (২৭), চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কোমর উদ্দীনের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ ইউনুছ মোল্লা (৩৫) ও হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামের শেখ আব্দুর রহিমের ছেলে ইউনিয়ন বিএনপি নেতা শেখ আব্দুর রাজ্জাক (৩৬)।

এ ঘটনায় থানার এসআই মোমিনুর রহমান বাদী হয়ে আটককৃত ৩ জনসহ ৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী করে থানায় নাশকতার মামলা করেন। যার নং ৯, তাং- ০৫/০২/২০১৮ ইং।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি অপারেশন প্রবীণ চক্রবর্তী জানান, আটককৃতরা কাঁটাখালী বাজার এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীকে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত