
রানীশংকৈল (ঠাকুরগাও), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেস ক্লাব কার্যালয়ে আজ সোমবার এক জরুরী সভা অনূষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক ও পৌর মেয়র আলমগীর সরকারের দন্দে সাংবাদিকদের ১ দিনের কলম বিরতি ঘোষণা করা হয়। জেলা ও উপজেলা সাংবাদিকদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ফারুক আহম্মদ, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আনিসুর রহমান বাকি, সেতাউর রহমান, যুগ্ন সম্পাদক একে আজাদ, অর্থ সম্পাদক ছবি কান্ত দেব, সদস্য মোঃ বিপ্লব, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, জিয়াউর রহমান জিয়া, আনোয়ার হোসেন আকাশ, খুরশিদ আলম শাওন, মাসুদ রানা পলক, আব্দুর রাজ্জাক, মানিক আহম্মদ, শিরিন সুলতানা।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত বদলী ঠিকাদার ও নিম্নমানের ইট দিয়ে চলছে জাইকার কাজ শিরোনামে সংবাদ প্রকাশের পর মেয়র আলমগীর সরকার মোবাইলে সাংবাদিক খুরশিদ আলম শাওন কে হুমকি প্রদান করে।
এ ব্যপারে শাওন রানীশংকৈল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করে। পরবর্তীতে গত ৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্তরে এক প্রতিবাদ সভা করে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করে।
এবিএন/মোবারক আলী/জসিম/এমসি