![বন্দরে মাদক বিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/greftar_sm_680960100_89761_124496.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বন্দর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ মাদক বিরোধী অভিযানকালে ৩০ ক্যান বিয়ার, ৬ বোতল ফেন্সিডিল ও ১শ’ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৫টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(২)১৮, ১০(২)১৮, ১১(২)১৮, ১২(২)১৮, ১৪(২)১৮। থানা সূত্রে জানা গেছে, বন্দরের ধামগড় ফাঁড়ী এএসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস রোববার সন্ধ্যায় থানার নয়ামাটি ভাংতি এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ একই ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার আব্দুল মোতালিব মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩৭)কে গ্রেফতার করে।
একই দিনে একই সময়ে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল হাসানসহ সঙ্গীয় র্ফোস দশদোনা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হালুয়াপাড়া এলাকার আলী আক্কাস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল-আমিন (৩০)কে গ্রেপ্তার করে। কামতাল তদন্ত কেন্দ্রের অপর এএসআই মোস্তফাসহ সঙ্গীয় র্ফোস রোববার রাতে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ ক্যান বিয়ারসহ একই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আজিজুল (৩৩)কে গ্রেপ্তার করে।
এদিকে বন্দর ফাঁড়ী এ.এস.আই সোহেল রানাসহ সঙ্গীয় র্ফোস নবীগঞ্জ মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ একই এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী মিলন (৩৮)কে গ্রেফতার করে।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অফিসের উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস ওই রাতে ফুলহর মসজিদের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ সোনারগাঁ থানার বাড়ী মজলিস এলাকার মোস্তফা মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সুরুজ (২২)কে গ্রেফতার করে।
ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি