শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বন্দরে হামলার মামলায় কাউন্সিলরসহ বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে হামলার মামলায় কাউন্সিলরসহ বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে হামলার মামলায় কাউন্সিলরসহ বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দর (নারায়নগঞ্জ), ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের উপর হামলা ও অরাজগতা সৃষ্টির মামলায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ ৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

গতকাল রবিবার দুপুরে ও আজ সোমবার সকালে বন্দর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

ধৃতরা হলো- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা কামরুজ্জামান বাবুল (৪৮) বিএনপি নেতা কাবিলা (৪৭) বিএনপি কর্মী মান্নান (৩৫) ও মাছুম (২৮)। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন বাদী হয়ে ধৃত ৪ বিএনপি নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ্য করে ও ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ৭(২)১৮ ধারাঃ- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫)(ঘ) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইন (সংশোধনী/২) এর ৩/৬ দঃবিঃ।

জানা গেছে, বন্দর থানার বিএনপি কর্মী মান্নান ও মাছুম মিয়া, ছাত্রদল নেতা কাউছার, মাজহারুল ইসলাম ভূইয়া হিরন, জামায়াত নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, যুবদল নেতা নাজমুল রানা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, সেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান, ছাত্রদল নেতা হুমায়ন কবীর মোল্লা, সেচ্ছাসেবক দলের নেতা সাইদুর রহমান, কুড়িপাড়া এলাকার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল ও কলাগাছিয়া এলাকার মহানগর বিএনপি সহ-সভাপতি হাজী নূর উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত ৩০/৪০ জন বিএনপি ও জামায়াত নেতাকর্মী গতকাল রবিবার ভোর ৫টা ৪০ মিনিটে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মদনগঞ্জ টু মদনপুর সড়কে রাস্তা গাছ ফেলে রেখে অরাজগতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রাস্তায় ফেলাকৃত গাছ সড়ানোর কথা বলে। ওই সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আরো উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ করে ৪টি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে ২টি ককটেল বিস্ফোরন হলে আরো ২টি ককটেল অবিস্ফোরিত হয়।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা রুজু হলে পুলিশ ওই মামলায় ধৃত ১নং ও ২নং এবং ৬নং আসামীসহ ১৯নং আসামীকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দরে প্রভাবশালী বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের জানিয়েছে, গতকাল রবিবার বন্দরে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশের উপর হামলার কোন ঘটনা ঘটেনি। পুলিশ আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য বন্দরে বিএনপি নেতাকর্মীদের অহেতুক মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারদেরকে হয়রানি করছে।

পুলিশের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার র্তীব্র নিন্দা জানাই। সে সাথে বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত