শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসকের প্রাণহানি

আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসকের প্রাণহানি

আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসকের প্রাণহানি

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : আশুলিয়ার মরাগাং এলাকায় ট্রাকচাপায় রুবেল দেওয়ান নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল দেওয়ান নামের নিহত ওই চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তিনি অসুস্থ শ্বশুরকে দেখতে ঢাকার একটি হাসপাতালে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে সাভারের বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের সাথে তার প্রাইভেটকারের সংর্ঘষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে থাকা অবস্থায় আরো একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে এ ঘটনায় ট্রাক ও চালকদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এসআই মো. মনিরুজ্জামান।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত