শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতামূলক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে নিজ নিজ কাজ ছাড়া অপ্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের মালদ্বীপের রাস্তায় বা অন্য কোথাও ঘোরাঘুরি বন্ধ রাখতে বলা হয়েছে। অবসরে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের মিটিং, মিছিল ও সমাবেশে যোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে যে কোনো ধরনের সাহায্যের জন্য দূতাবাসের হটলাইন চালু করা হয়েছে। +৯৬০৩৩২০৮৫৯ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার প্রেসিডেন্টের দফতরের আইনি বিষয়ক মন্ত্রী আজিমা শুকুর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণার কথা জানান। জরুরি অবস্থা জারির কিছু সময়ের মধ্যেই গ্রেফতার হন দেশটির প্রধান বিচারপতি। আরও আটক হয়েছেন প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুম। এর পরই বাংলাদেশ দূতাবাস থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত