
কক্সবাজার, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ও বাস্তবিক ধারণা নিতে কক্সবাজারে পৌঁছেছেন সুইস প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।
আজ মঙ্গলবার সকালে বিশেষ বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে থেকে অ্যালেইন বেরসে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি সুইস সরকারের দেয়া বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৯৯১ টাকা (১ ফ্রাঁ সমান ৮৯ টাকা ২৩ পয়সা) সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে এ প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
৪ দিনের সফরে রবিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুইস প্রেসিডেন্ট। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্টের এটিই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর।
এবিএন/সাদিক/জসিম/এসএ