শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের কার্পেটিং উঠে যান চলাচল ব্যাহত

ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের কার্পেটিং উঠে যান চলাচল ব্যাহত

ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের কার্পেটিং উঠে যান চলাচল ব্যাহত

ক্ষেতলাল (জয়পুরহাট), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ক্ষেতলাল-আক্কেলপুর সংযোগ সড়কের বিভিন্ন জায়গা থেকে কার্পেটিং উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে সড়কটি দিয়ে চলাচলে উপজেলাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের প্রায় ২০ কি.মি. দীর্ঘ দুই উপজেলার সংযোগ সড়কটি ক্ষেতলালবাসীর একমাত্র প্রধান সড়ক। ক্ষেতলাল পৌরসভাসহ উপজেলার ৩টি ইউনিয়নে হাজার হাজার মানুষ, বাস, ট্রাক, সিএনজি ও অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন যোগে উপজেলা সদর ও জয়পুরহাট, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরা সড়কটি দিয়ে সিএনজি, অটোরিক্সা, ভ্যান ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন যোগে ক্ষেতলাল এস,এস ডিগ্রি কলেজ, পাইলট স্কুল এন্ড কলেজ, মহিলা কলেজ, মাদ্রাসাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র/ছাত্রী যাতায়াত করে। পাশাপাশি দু’উপজেলার হাট বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে সড়কটি দিয়ে ট্রাকযোগে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহণ করেন।

অথচ দীর্ঘ দিন সড়কটির অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে স্কুলগামী ছাত্র/ছাত্রী ও পথচারীসহ যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে।

ভূক্তভোগী এলাকাবাসী জানান, সড়কটির চৌমুহনী বাজার থেকে ক্ষেতলাল সদর পর্যন্ত কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আলু বোঝাই ভারী যান বাহন চলাচলের কারণে সড়কের কোথাও কোথাও একদম কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে।

ফলে প্রতিদিন সড়কটি দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, ট্যাম্পু এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। ছোট খাটো দুর্ঘটনা লেগেই আছে। যে কোন মুহুর্তে ওই সকল যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে।

এ ব্যাপারে সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, ইতিপূর্বে সড়কটির ক্ষতিগ্রস্ত কিছু এলাকা সংস্কার করা হয়েছে। সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এবিএন/মিজানুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত