![চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/chandpur_abnews24_124549.jpg)
চাঁদপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : চাঁদপুর সদর উপজেলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ সদস্য।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার ইভা (৬ মাস) ওই গ্রামের মিয়াজী বাড়ির নাছির মিজির মেয়ে।
এ বিস্ফোরণে আহত নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম (২৫) ও ছেলে নয়নকে (৮) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিবেশীরা জানান, ভোরে হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন ওঠে এসে নাছিরের ঘরে আগুন দেখতে পায়। সবাই মিলে আগুন নেভাতে নেভাতে তাদের ঘরটি পুড়ে যায়।
বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও বাচ্চাটিকে বের করতে দেরি হওয়া আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক পাটওয়ারী বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল, অথবা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এলে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্যা বলেন, মৈশাদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ