শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক ৩

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক ৩

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক ৩

সাভার, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর পাচঁটার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের টঙ্গাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানায়, একটি ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি ও অস্ত্র জব্দ করা হয়।

বিস্তারিত তথ্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলেও জানান এসআই মো: মনিরুজ্জামান।

এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত