![কাঠালিয়া ব্যুরো বাংলাদেশের সাবেক কর্মকর্তা ২ দিনের রিমান্ডে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/jhalokathi-buro_124556.jpg)
ঝালকাঠি, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বেসরকারী সাহায্যকারী সংগঠন ব্যুরো বাংলাদেশ’র ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শাখার সাবেক ব্যবস্থাপক মিলন তালুকদার পুলিশের খাঁচায় আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডাদেশ দিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
২৫ জন ভূয়া গ্রাহককে কাগজ-কলমে ৩২ লাখ টাকা ঋন প্রদানের ভাইচার দিয়ে আত্মসাৎ, প্রতারনা ও জাল-জালিয়াতীর মাধ্যমে পুরো টাকা নিজের পেটে ডুকিয়েছে বলে মামলায় অঅভিযোগ করা হয়েছে। কাঠালিয়া থানায় দায়েরকৃত মামলার আইও ওসি তদন্ত ইউনুস আলী অভিযান চালিয়ে মিলন তালুকদারকে গ্রেফতার করেছে গতকাল সোমবার আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক সেলিম রেজা তাকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যুরো বাংলাদেশ’র কাঠালিয়া শাখার বর্তমান ব্যবস্থাপক রকিবুল হাসান বাদী হয়ে গত ৩০ জানুয়ারি ২০১৮ তারিখ আদালতে মিলন তালুকদার, চাকুরির দুই জামিনদার তার পিতা হাবিবুর রহমান ও স্বজন লোকমান হোসেন হাং সহ ৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে উল্লেখ করেন, বরিশাল সদরের চার আইচা গ্রামের হাবিবুর রহমানের পুত্র মিলন তালুকদার গত ১০ মার্চ ২০১৪ সালে ব্যুরো বাংলাদেশ’র কাঠালিয়া উপজেলার শাখা ব্যবস্থাপক পদে যোগদান করেন। সেই থেকে তিনি গত ৪ ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত উক্ত এলাকায় দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে সে অদৃশ্য ২৫ জন সদস্যের নামে কাগজে কলমে ১ লাখ টাকা করে এসএমই ও কৃষি ঋণ বাবাদ ৩২ লাখ ৩৭ হাজার ৬০৩ টাকা লোন প্রদানের তথ্য উল্লেখ করে সম্পূর্ন অর্থ আত্মসাৎ করেন।
অদৃশ্য এ ব্যক্তিদের মধ্যে কাঠালিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, আলআমিন, মোঃ মাসুদ আলম, ফিরোজা বেগম, মোছা: ফাতিমা বেগম, মালা বেগম, মোঃ বেলায়েত হোসেন, শারমিন আক্তার, সুমা খানম, দেলোয়ার হোসেন, নাজমা, মানস কান্তি, সোনিয়া আক্তার, শর্মা বড়াল, মনিকা রানী, শিল্পি রানী, শিল্পী রানী, সোলায়মান, খলিলুর রহমান, মিলন হাং, আকলিমা, জাহানারা, রেনু বেগম, রুমি বেগম, লিমা বেগম ও শাহিনার নাম অন্তর্ভূক্ত করেন।
উক্ত ২৫জন সদস্যের ঋন প্রদানের বিপরীত সাবেক ব্যবস্থাপক মিলন তালুকদার ভূয়া নাম-ঠিকানা, জাতীয় পরিচয় পত্র জাল, ভূয়া প্যাড-সীল ও স্বাক্ষর প্রদান, ভূয়া ব্যাংক একাউন্ট, লেনদেনের ভূয়া প্রত্যয়নপত্র ও ননযুডিশিয়াল ষ্টাম্পে ভূয়া চুক্তিপত্র তৈরীর মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। বাদী এসব অভিযোগের ভিত্তিতে মামলা দাখিল করলে আদালতের বিচারক সেলিম রেজা কাঠালিয়া থানার ওসিকে এফআইআর রেকর্ডের নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারি থানায় এজাহার রেকর্ড করে আসামী মিলন তালুকদারকে গ্রেফতার করে আদালত সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর