শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

ফরিদপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ ৫ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সাভির্সের সিনিয়র স্টেশন মাষ্টার মো. সাইফুজ্জামান জানান, বেনাপোল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের একযাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী রেল গেট এলাকায় একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আহত হয় কমপক্ষে ২০ জন যাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পথে আরো এক যাত্রী মারা যায়। নিহতদের মধ্যে এক জন ভারতীয় নাগরিক। তার নাম সুশান্ত মন্ডল, বাড়ী ভারতের বারাশা বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানান, ঢাকা মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলো- মিলন মোল্লা (২৬) এবং চান মিয়া (৩৫)। তাদের দুই জনের বাড়ী পাশ্ববর্তী মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তারা ট্রাকের শ্রমিক বলে ওসি জানিয়েছেন।

এবিএন/কে.এম.রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত