![মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/kombol_abnews_124571.jpg)
ফরিদপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার দুঃস্থ-অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত উপজেলার ব্রাহ্মণ কান্দা মাদ্রাসা নূরে মদিনা, কল্যাণী ইনক্লুসিভ স্কুল, শামস আঞ্জুমান এতিমখানা ও মাদ্রাসা, চাদপুর ক্বিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ডুমাইন দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ইবতেদায়ী হাফেজিয়া মাদ্রাসার দুঃস্থ-অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করে ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’।
সমাজসেবক আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে ফরিদপুর-১ আসনের দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন- কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, ঢাকাটাইমসের প্রধান প্রতিবেদক হাবিবুল্লাহ ফাহাদ, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সহকারী পরিচালক সৈয়দ নাঈম আলী।
এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রাশেদুল আলম খোশরু, উপজেলা কৃষকলীগ নেত্রী প্রিয়াংকা বেগম, ডুমাইন ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম, ইউপি সদস্য ইদ্রীস, বাঘাট ইউপি আ.লীগের সদস্য মো. কামাল হোসেন, বাঘাট ইউপি মহিলা সদস্য সাহেরা বেগম, বাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন লাল, মাদ্রাসা নূরে মদিনার অধ্যক্ষ মাও. কবীর বিন সাইদ।আরও উপস্থিত ছিলেন- শামস আঞ্জুমান এতিমখানা ও মাদ্রাসার সভাপতি মো. মাসুদ মোল্যা, চাদপুর ক্বিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. নজীর আহমেদ, মাদ্রাসা মসজিদের সভাপতি হাজী ইব্রাহীম শেখ, মাদ্রাসার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি