শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজদিখান নিমতলায় চাঁদাবাজদের কাছে জিম্মি মোটর শ্রমিকরা

সিরাজদিখান নিমতলায় চাঁদাবাজদের কাছে জিম্মি মোটর শ্রমিকরা

সিরাজদিখান নিমতলায় চাঁদাবাজদের কাছে জিম্মি মোটর শ্রমিকরা

মুন্সীগঞ্জ, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মুন্সীগঞ্জ সিরাজদিখান নিমতলা মোটরগাড়ী, সিএনজি, অটো রিক্স্রা স্ট্যান্ডে চলছে চাঁদাবাজী। এমন ভুমিকায় মোটর গাড়ী ড্রাইভারদের একের পর এক মার খেতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্ট্যান্ডে কোন মোটর যান আসলেই চাঁদা দিতে হয় না দিলে কোন যাত্রী গাড়ীতে উঠতে পারবে না।

চলন্ত গাড়ীতে যাত্রী উঠে পড়লে ড্রাইভারকে পিটুনি খেতে হয়। এমন ঘটনা ঘটছে সিরাজদিখান নিমতলা স্টাান্ডে। যার কোন বিচার পাচ্ছে না ভুক্তভোগীরা। এমনই এক ঘটনা ঘটে গত রবিবার সন্ধ্যা ৬টায় পশ্চিম ইছাপুরা গ্রামের মোঃ আরিফ মোল্লার ছেলে মোঃ নয়ন মোল্লা (১৮) এর সাথে। যাকে বেধরক মারধর করে নিমতলা স্ট্যান্ডের লাইন ম্যান শাহআলম।

নয়ন সেল ফোনে জানান, সারা দিন তার কোন ইনকাম ছিলো না। তার সিরিয়াল আসার পর যাত্রী তারই গাড়ীতে উঠে আর লাইন ম্যান শাহআলম তার কাছে চাঁদার টাকা দাবি করে। নয়নের পকেটে টাকা না থাকায় পরে টাকা পরিশোধের কথা বললেই নয়নকে বেধরক মারধর করে থাকে।

সিএনজি ড্রাইভার ইছাপুরার নজরুল (২৪) জানান, লাইনম্যান শাহআলম সিঙ্গারটেক এলাকার লোক বলেই আমাদের নিরীহ ড্রাইভারদের সাথে খারাপ আচরণ করে থাকে। আজকে নয়নকে চাঁদার জন্য খুব মারধর করেন এবং ড্রাইভারদের গালিগালাজও করে। যাহাতে কেউ প্রতিবাদী না হয়।

এ বিষয় হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, নিমতলা স্ট্যান্ড আমাদের আন্ডারে না নিমতলা হচ্ছে সিরাজদিখাঁন থানার অধীনে।

এ.এস.আই মোজাম্মেলের সেল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, মৌখিক অভিযোগ পেয়েছি নয়নকে মারধরের বিষয়। আমাদের থানা স্টাফগণ লাইন ম্যানকে ফোনে অবগত করলে শাহআলম জানিয়েছেন নয়নের গাড়ীতে একটা বাড়ি মারলে নয়নই শাহআলকে মারধর করে। তবে নয়ন পুনরায় আসলে বিষয়টি নিয়ে মিমাংসা করে দিবেন বলে জানান এ এস আই মোজান্মেল।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, শাহআলম লাইন ম্যান হিসেবে তাদেরকে সহয়তা করে থাকেন। ২ ভাই ২ বোনের পিতা মাতার ভরন পোষনে ১৮ বছরের নয়ন সংসারের হাল ধরে এবং বাবা মার সেবা দিতেই সিএনজি চালাতে বাধ্য হচেছ। সৎ কাজের প্রতি আকৃষ্ট হয়ে রাস্তার চাঁদাবাজদের কাছে মার খাওয়াটা খুব একটা ভালো কাজ না বললেই চলে।

আজকের শাহআলমরা চাঁদার জন্য একটি ছোট ছেলেকেও বেধরক পিটুনিই কি অসৎ কর্মের দিকে নিয়ে যাবে? না এর কোনো প্রতিকার পুলিশ প্রশাসন করবেন এমন ভাবনায় অনেকেই নানা প্রশ্ন করছেন সমাজের আইন সৃংখলা বাহিনির প্রতি।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত