নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জেলার নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের বড়নগর উচ্চ বিদ্যালয়ের ৬ শিহ্মার্থী নিয়মিত, অনিয়মিতর ‘বেড়াজালে’পড়ে এস,এস,সি পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ক পরীক্ষায় অংশ নিতে পারেনি । এ জন্য শিক্ষার্থীদের ভুলকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ওই শিক্ষার্থীরা অবশ্য পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিবে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বড় নগর উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী এ বছর শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা। ৪ জানুয়ারি রোজ রবিবার অনুষ্ঠিত ওই পরীক্ষায় নির্ধারিত সময় অনুযায়ি চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিন পরীক্ষার্থী হাজির হয়। বাকি ৬ জন নিয়মিত নাকি অনিয়মিত পরীক্ষার্থী-এমন ‘বেড়াজালে’পড়ে হাজির হয় বেলা ১১টার দিকে। পরে এ পরীক্ষা থেকে বঞ্চিত হয় ৬ পরীহ্মার্থী।
বড়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের জানান‘ওই ৬ পরীক্ষার্থীসহ নয়জন মূলত ২০১৭ সালের পরীক্ষার্থী। নির্বাচনী (টেস্ট)পরীক্ষায় পাস না করায় তারা এস,এস,সি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ বছর তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছে। ৬ শিক্ষার্থী ধরে নিয়েছিল তারা গত বছর যেহেতু পরীক্ষায় অংশ নেয়নি সে কারণে এবছর নিয়মিত হিসেবে অংশ নিবে। নিয়ম অনুসারে অনিয়মিত পরীক্ষার্থীদেরকে শারিরিক শিক্ষা পরীক্ষায় অংশ নেয়ার কথা।পরীক্ষার্থীদের প্রবেশ পত্রেও শারিরিক শিক্ষা পরীক্ষার কথা উল্লেখ ছিল।’
চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অঞ্জন কুমার বিশ্বাস জানান, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলেও ওই স্কুলের ৬ শিক্ষার্থী বেলা ১১টার দিকে কেন্দ্রে আসে।এরই মধ্যে ২৫ নম্বরের নৈর্বত্তিক পরীক্ষা শেষ হয়ে যায়। যে কারণে নিয়ম অনুসারে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেয়ার কোনো সুযোগ ছিল না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কথা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/মোঃ আব্দুল হান্নান/জসিম/নির্ঝর