রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

বনপাড়া পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

বনপাড়া পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

বড়াইগ্রাম (নাটোর), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের বনপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান তাদের শপথ বাক্য পাঠ করান। পৌর মেয়র হিসেবে পুনঃনির্বাচিত হয়ে কেএম জাকির হোসেন প্রথমে শপথ পাঠ করেন।

এরপর দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর সবশেষে ১১ জন সাধারণ কাউন্সিলর শপথ পাঠ করেন। পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত থাকায় একজন নারী ও একজন সাধারণ কাউন্সিলরের শপথ বাঁকী রইলো।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিচালক স্থানীয় সরকার শ্যামা কিশোর রায়, উপ-পরিচালক স্থানীয় সরকার শওকাতুল আলম, বনপাড়া পৌর সচিব রেজাউল করিম, বড়াইগ্রাম উপজেলা নির্বাচত অফিসার ইসহাক আলী প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বরের নির্বাচনে মেয়র পদে কেএম জাকির হোসেন নৌকা প্রতিকে ৯ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মহুয়া ইয়াসমিন ধানের শীষ প্রতিকে ৫ হাজার ৯৫০ ভোট পেয়েছিলেন। ভোটের ব্যবধান ছিল ৩ হাজার ৭৩৫।

স্থগিত কেন্দ্রের মোট ভোটের সংখ্যা ১৭৫৭ জন। ব্যবধানের তুলনায় ওই কেন্দ্রের ভোট কম থাকায় নির্বাচন স্থগিত থাকার পরেও শপথ হলো।

এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত