![কেশবপুরের পাঁজিয়া বইমেলা ২০১৮-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/liton_124587.jpg)
কেশবপুর (যশোর), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বইমেলা ২০১৮-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
প্রস্তুতি সভার আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, নাট্যকর্মী শ্যামল অধিকারী, কবি নয়ন বিশ্বাস, প্রভাষক তাপস মজুমদার, অধ্যক্ষ রিয়াজ লিটন, মহির আবদুস সাত্তার, উদ্দীন বিশ্বাস, জহুরুল হক, প্রণব মণ্ডল, দীন মোহাম্মদ, পার্থ ব্যানার্জী প্রমুখ।
এবিএন/সাদিক/জসিম/এসএ