শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জয়পুরহাটে ইয়াবা ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে ইয়াবা ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে ইয়াবা ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক এডি জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাতে নওগাঁ-মহাদেপুর রোডের অতিথি ফিলিং স্টেশন এলাকা থেকে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলো- নওগাঁ জেলার পতœীতলা উপজেলার হেলেঞ্চাডাঙ্গী গ্রামের কফিল উদ্দিনের দুই ছেলে হারুন আর রশীদ(৩৩) ও ইউসুফ আলী(২৬)।

অপর দিকে একই সময় আক্কেলপুর উপজেলার রাজকান্দা গ্রাম থেকে ৭৬ গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃত মাদক ব্যাবসায়ী নিলয় হোসেন(২৮) চাপাইনবাবগঞ্জ জেলার দিঘিরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। মাদকদ্রব্যসহ আটকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত