![বড়াইগ্রামের কলেজ শিক্ষক শাহাদৎ হোসেন আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/abnews-24.bbbbbbbb_124594.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর বনপাড়া ডিগ্রী (অনার্স) কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহাদৎ হোসেন (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া------ রাজিউন)। গতকাল সোমবার সন্ধায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত একমাস ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এইচএসসি পড়ুয়া একমাত্র ছেলে, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার তার নাটোরের বাসায় প্রথম, কর্মস্থল বনপাড়া কলেজে দ্বিতীয় এবং জন্মস্থান পাবনার চাটমোহর উপজেলা সদর আফ্রাতপাড়ায় তৃতীয় জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বনপাড়া কলেজ মাঠের জানাজায় চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা