![লালমনিরহাটে মন্ত্রীর চুরি হওয়া ৪ গরুসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/abnews-24.bbbbbbbbb_124595.jpg)
লালমনিরহাট, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের চুরি হওয়া ৪ টি গরুসহ ২ জনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরে তার খামারবাড়ি থেকে চুরি হওয়া ওই গরু গুলোকে আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা থেকে উদ্ধার করেন পুলিশ। এ সময় আটক করা হয়, লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ার ভিটা এলাকার হাসান আলী ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার ওসমান গণিকে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গত ২৫ জানুয়ারি রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়ার খামারবাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে ১০ টি গরু চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। এ ঘটনায় দায়ের করা মামলায় দিনাজপুর জেলা পুলিশ ও লালমনিরহাট জেলা পুলিশ যৌথ ভাবে অভিযান পরিচালনা করে পাটগ্রামের গাটিয়ার ভিটা থেকে ৪ টি গরুসহ হাসান আলীকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে, ওই ৪টি গরুর বিক্রেতা ওসমান গনিকে আটক করা হয়। উদ্ধারকৃত গরুসহ আটককৃতদের দিনাজপুরে পাঠানো হয়েছে বলে জানান এসপি রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা