বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে জমি জবর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম

ডোমারে জমি জবর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম

ডোমারে জমি জবর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম

নীলফামারী, ০৬ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে জমি দখলে বাধা দেওয়ায় ঘনোবালা (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুবৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সারে ১১টার সময় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকায় ঘটনাটি ঘটে। বৃদ্ধা ঘনোবালা নওদাবস এলাকার বিলাশ চন্দ্রের স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকার ২২৭১ দাগের জমিতে বিধু ভুষন রায়ের মাছের ঘেড় রয়েছে। দীর্ঘদিন যাবত বিধুগংরা উক্ত জমিতে মাছের চাষ করে আসছে। এরেই এক পর্যায়ে ৬ ফেব্রুয়ারী সকাল সারে ১১টার সময় পুর্ব শক্রুতার জের ধরে একই এলাকার নরেদ্রনাথের ছেলে ভুপেন্দ্ররাথ রায়, দুলাল ও নরেশের ছেলে মনিভুষন রায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিধু ভুষনের মাছের ঘেরের আইল কেটে দিয়ে জবর দখল করার চেষ্টা চালালে বিধুর মা ঘনোবালা এসে বাধা দিয়ে আইল কাটার কারন জানতে চাইলে ভুপেন্দ্রনাথ, দুলাল ও মনিভুষন ঘনোবালাকে বেদম মারপিট ও কুড়ালের ডান্ঠি দিয়ে পেটে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে।

এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ভুপেন্দ্রনাথরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অবস্থায় ঘনোবালাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বিধুভুষন রায় বলেন দীর্ঘদিন থেকে ভুপেন্দ্রনাথ রায়রা আমাদের বেশকিছু জমি জবর দখল করে আছে।

এ বিষয়ে আমারা স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তারা মঙ্গলবার সকালে এসে আমাদের মাছের ঘের দখলের পায়তারা করে। এত বাধা দিলে আমার মাকে তারা পিটিয়ে জখম করে। এ ব্যাপার থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত