![লক্ষ্মীপুরে সদর হাসপাতাল ও হাফিজিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/lakhmipur2_124606.jpg)
লক্ষ্মীপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুর সদর হাসপাতালের অসহায় রোগিদের মাঝে ও দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা ও প্রিয় লক্ষ্মীপুর জেলা ব্লাড ব্যাংক।
গতকাল সোমবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের গরীব অসহায়দের মাঝে শীবস্ত্র বিতরন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক অফিসার ডা: নিজাম উদ্দিন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের সভাপতি রাজু হাসান, প্রিয় লক্ষ্মীপুর জেলা ব্লাড ব্যাংকের সভাপতি ফারাজ রানা, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাপ্পি, সংগঠনের সদস্য বেলাল রানা, রাকিব হোসেন, হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
এরপর লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন ও দোয়া মোনাজাত করা হয়।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর