![রায়পুর সাংবাদিক ফোরাম এর নির্বাচন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/lakhmipur3_124608.jpg)
লক্ষীপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : রায়পুর উপজেলা সাংবাদিক ফোরামের ২০১৮-২০১৯ সনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে ফোরামের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে দৈনিক খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন মৃধা সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দৈনিক করতোয়া রায়পুর প্রতিনিধি কবির হোসেন নির্বাচিত হন।
অন্যান্যদের মধ্যে সহ সভাপতি আবু মুছা মোহন ( দৈনিক যোগাযোগ প্রতিদিন), যুগ্ম সাধারন সম্পাদক অ আ আবীর আকাশ ( দৈনিক উত্তর দক্ষিণ) সাংগঠিনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ (দৈনিক খবর বাংলাদেশ) অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন সাদিক ( দৈনিক মুক্তিযোদ্ধার কন্ঠ) দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন ( দৈনিক আলোকিত নোয়াখালী) নির্বাহী সদস্য রিয়াদ পাটোয়ারী ( সময় বাংলা অন লাইন টিভি) নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন আহম্মেদ (দৈনিক বর্তমান লক্ষীপুর)। সাধারন সদস্য জহির রহমান ( বিডি নিউজ ২৪.কম) নুর রহমান লিটন ( দৈনিক ভোরের প্রভাত) মাহমুদুন্নবী সুমন ( দৈনিক ঘোষনা, টিটিভি) আনোয়ার হোসাইন ( দৈনিক সন্ধ্যা বানী) নজির আহম্মেদ ( দৈনিক জাতীয় অর্থনীতি, দৈনিক ডেসটিনি)।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর